ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হ‌লেন তৌ‌হিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ১৯:০৩ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ফেনীর কৃ‌তি সন্তান মোঃ তৌহিদ উল্লাহ খান।

ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণ ছাত্রলী‌গের সভাপ‌তি মো মে‌হেদী হাসান ও সাধারণ সম্পাদক মো জুবা‌য়ের আহ‌দেম স্বাক্ষ‌রিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

তার গ্রা‌মের বা‌ড়ি ফেনী সদর উপ‌জেলায়। মহানগর রাজনী‌তির আ‌গে তৌ‌হিদ ফেনী জেলা ছাত্রলীগ ও ফেনী বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রলী‌গের গুরুত্বপূর্ণ স্থা‌নে ছি‌লেন। তার পিতা ছি‌লেন বঙ্গবন্ধুর আ‌দ‌র্শের অনুসা‌রি। পা‌রিবা‌রিক ভা‌বেও তার প‌রিবারের সবাই আওয়ামীলী‌গের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত। বিগত জা‌তীয় নির্বাচন ও ‌বিএন‌পির বি‌ভিন্ন জ্বালাও পোড়াও আ‌ন্দোল‌নের বিরু‌দ্ধে তৌ‌হিদ মা‌ঠে থে‌কে প্রতি‌রোধ ক‌রে‌ছেন।

এ‌দি‌কে তৌ‌হিদ ঢাকা মহানগ‌রের পদ পাওয়ায় তার নিজ জেলা ফেনী‌তে মি‌ষ্টি বিতরণ ক‌রে‌ছে ছাত্রলীগ কর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত