টঙ্গীবাড়িতে রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ!

  মোঃ, লিটন মাহমুদ ,মুন্সিগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫

ঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল  গ্রামের যাওয়ার একমাত্র রাস্তা ও বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একমাত্র রাস্তাটির হচ্ছে এটি । বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে । রাস্তাটির এরকমই সরু যা একটি মিশুক বা অটো ঢুকলে বিপরীত দিক থেকে আসা মিশুক বা অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় ।

 সরজমিনে গিয়ে দেখা যায় আখ ভর্তি একটি  ভ্যান গাড়ি স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইট দিতে গেলে ভ্যান টি উল্টিয়ে খালের মধ্যে পড়ে যায় । এরকম দুর্ঘটনা প্রতিনিয়তায় ঘটছে বলে এলাকাবাসী জানায় । তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তাটি সংস্কার করে যাতায়াতের যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করেছেন ।

পঞ্চম শ্রেণীর ছাত্রী তানজিলা মাহমুদ বলেন, এই রাস্তাটি দিয়ে আমাদের স্কুলে আসতে হয় কয়েকদিন আগে আমাদের সাইড দিতে গিয়ে একটি মিশুক খালে পড়ে যায় । এবং মিশুক চালকের পা ভেঙে যায় ।

অপর কলেজ পড়ুয়া ছাত্রী দিয়ামনি বলেন, রাস্তাটি এতই সরু যেন একজন হাঁটলে আরেকজন হাঁটার অসম্ভব হয়ে পড়ে তাই আমাদের দাবি রাস্তাটি পাস করে যাতায়াতের জন্য যোগ্য করে তুলতে হবে ।

যশলং ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য আমির হোসেন হালদার বলেন, আমরা রাস্তাটিকে সংস্কারের জন্য উপজেলা পর্যায়ে জানিয়েছি অতি দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত