ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১৫:৫৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:২৪
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ছেলের আত্মহত্যা সইতে না পেরে একদিন পর মায়ের আত্মহত্যা। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে। বৃহস্পতিবার ভোরের দিকে বছিরন্নেছা বিউটি খাতুনের বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর আম বাগানের একটি গাছের ডালে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী বছিরন্নেছা বিউটি খাতুন। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে এক সপ্তাহ পূর্বে বছিরন্নেছার ছেলে রাসেল ঘাস মারা বিষ পান করে। তাকে মুমূর্ষ অবস্থায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় গত (২৯/৩/২০২৩ ইং) বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে মেহেরপুর শহরে পৌঁছানোর পরে রাসেলের মৃত্যু হয়। এদিকে সন্তানের মৃত্যুর শোক কাটতে না কাটতেই রাসেলের মা বছিরন্নেছা বৃহস্পতিবার ভোরের দিকে আত্মহত্যা করেন। সকালে রাসেলের মায়ের মরদেহ ঝুলতে দেখে সেখানে শত শত মানুষ ভিড় করে। এসময় অনেককে আহাজারি করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়রা মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান রাসেল জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন্নেছা গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। তিনি একটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জননী ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত