খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে : মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:২৬

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ফখরুল।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ অফিসার বেআইনি কাজ শুরু করেছে। যতই চেষ্টা করুন বেআইনি সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না।

তিনিল বলেন, আপনারা সবাই জানেন, এই সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। যেখানে নিম্ন আদালত ৫ বছর সাজা দেয়, সেখানে উচ্চ আদালত সাজা বাড়িয়ে ৭ বছর করেছে। তাহলে আদালতের কি অবস্থা একবার খেয়াল করেন।

তিনি আরও বলেন, মানুষও নিষেধাজ্ঞা দিচ্ছে এ সরকারকে। বেগম খালেদা জিয়ার কিছু হলে সে দায় আপনাদের নিতেই হবে।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত