কাউনিয়ায় অটোরিক্সা ছিনতাইকারী সন্দেহে মহিলা আটক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৫৩ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৭
কাউনিয়ায় অভিনব কায়দায় অটোরিক্সা ছিনতাইকারী সন্দেহে মহিলা কে আটক করেছে জনতা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ছিনতাইয়ে জড়িত থাকা মহিলা কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে গত বুধবার দুপুরে কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু দেখার কথা বলে রংপুর সাতমাথা এলাকায় যাত্রী হয়ে পীরগাছা উপজেলার তালুক উপাসু গ্রামের বাসিন্দা মীর হোসেনের পুত্র সুমন মিয়া (২১) এর অটোরিক্সায় ওঠেন পীরগঞ্জ উপজেলার কাশেমুপুর গ্রামের তারা মিয়ার কন্যা তাহেরা বেগম (৩২) সহ এক যুবক ও এক মহিলা। তারা তিনজন অটোরিক্সা যোগে তিস্তা সড়ক সেতুর উপর নেমে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকেন। এক পর্যায়ে সাথে আসা যুবক কে অটোরিক্সায় বসিয়ে রেখে অটোচালক কে সাথে নিয়ে সেতুর নীচে নদী দেখতে নামেন। এসময় তারা তিনজনই চটপটি খান। দুই মহিলার মধ্যে এক মহিলা বাথরুম যাওয়ার কথা বলে ওখান থেকে কেটে পরে অটোতে বসা থাকা যুবক সহ অটো নিয়ে পালিয়ে যায়। আর অটোচালকের সাথে থাকা মহিলা সেতু দেখার কথা বলে সেতুর উপর উঠে বাসে উঠার চেষ্টা করে। অটো চালক সুমন সেতুর উপর উঠে তার অটোটি দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।
তাহেরা বেগম নামে ওই মহিলা দৌঁড়ে পালানোর সময় জনতা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। ওসি মাসুমুর রহমান বলেন বাকী ২সহযোগী কে গ্রেফতারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত