পঞ্চগড় পুলিশ বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০১:২৩

পঞ্চগড় পুলিশ প্রশাসনের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ লাইন্সের ডিল সেডে স্থানীয় শীতার্ত  প্রায় তিনশত নারী-পূরুষের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। পুলিশ সুপার এসময় বলেন , সমাজে বিত্তবান মানুষকে এই শীতে দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। পঞ্চগড় একটি শীত প্রধান অঞ্চল। এজন্য শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদানের দায়িত্ব আমাদের।এসময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত