সিরাজদিখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২১ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭

সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর সারে ১২ টায় উপজেলার মালখানগর নাইশিং বাড়ৈপাড়া এলাকায় মীর সরফত আলী সপুর পক্ষথেকে এ দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়।

ঢকা কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিসিয়র যুগ্ম আহব্বায়ক কাওসার আহম্মেদ জজের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

অনুষ্ঠানে মীর সরফত আলী সপু বলেন, ৫ আগস্ট হাসিনা দেশথেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে । বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দিতে হবে। জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।  দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। 

স্বৈরাচার খুনি হাসিনা ও তার পরিবার ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এ দেশের জনগণের এই টাকা, আপনার আমার টাকা। শেখ হাসিনা তার অপকর্মের সীমা লঙ্ঘন করেছে তাই তিনি এ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন । 

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা আলামগীর আলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা যুব দলের সাবেক  সভাপতি ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা মৎস দলের সভাপতি আলহাজ¦ মোঃ মুসাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। দোয়া মাহফিলের পরে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত