আবহাওয়া - ১৫ জানুয়ারি ২০২৫

দিনের তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:২৯

দেশের উত্তরাংশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অন্যান্য জায়গার তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত