ইউপি নির্বাচনে পিতা বনাম পুত্র

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ  

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৩০ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী হয়েছেন  একই প‌রিবা‌রে পিতা  ধীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের বর্তমান মেম্বার  ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান এবং ছেলে মোঃ মাসুম খাঁন  একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছে মোঃ মাসুম খান এ নিয়ে এলাকার চাঞ্চল্য হয়েছে  । পিতা জাহাঙ্গীর খাঁ‌নের প্রতীক তালা আর পুত্র মোঃমাসুম খানঁ এর প্রতীক হচ্ছ‌ে মোরগ ।

এই ওয়া‌র্ডে পিতা - পুত্র ছাড়া আ‌রো তিন জন  মেম্বার প্রার্থী র‌হে‌ছে ।ভোটার হচ্ছ‌ে  আনুমা‌নিক ২৭০০ শত ।

এ বিষয়ে মোঃ আ‌নিস (৭০ ) বছরের এক বৃদ্বা আমাদেরকে বলেন এটি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে একই পরিবার থেকে পিতা-পুত্রের যুদ্ধ আমরা ছবিতে  দেখেছি কিন্তুু নির্বাচনে একই পরিবারের পিতা ও পুত্র একই প‌রিবা‌রে একই ওয়ার্ড থে‌কে নিবার্চনে অংশ গ্রহন করার কথা  আমি শুনি নাই ।

এ বিষয়ে আরো  আরো ক‌য়েক জন বলেন মাসুম একজন বেকার ছেলে ঘুরে ফিরে  কোন কাজ কাম নাই অন্যের গিবত গাওয়া গাওয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত