আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু আর নেই

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৯:৫২ | আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০০:০২

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মৎস্য মৎস্য ব্যবসায়ী আব্দুল মতিন মাজু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি সদর হাসপাতালে নেয়ার পর তার অবস্থা বেগতিক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপি'র সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরো, আদমদীঘি উপজেলা বিএনপি'র সভাপতি ও বগুড়া জেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া জেলা বিএনপি'র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত