পঞ্চগড়ে ৩ বছরের শিশু ধর্ষনের চেষ্টা ‘অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:৩০ | আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৯:২৭

পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষনে চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সে একজন ইজিবাইক চালক ও মাদকাসক্ত। পুলিশ তাকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলাকারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার দর্জিপাড়ায় এলাকায় বুধবার (১২মার্চ) বিকেলে। ধর্ষনের চেষ্টায় অভিযুক্তের নাম শরিফুল ইসলাম সৌরভ (৩০) । ঘটনার দিন বিকেলে তাকে সদর উপজেলার দর্জিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। পরে রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে শুনানী শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত -১ এর বিচারক জাহিদ হাসান তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে পুলিশ ও সেনাবাহিনীর টহলের মাধ্যমে জেলহাজতে পৌছানো হয়। এর আগে সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।
থানা পুলিশ, মামলার এজহার ও স্থানীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নিকটতম প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান।
পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধরও করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত রিকশা চালক সৌরভ একজন মাদকাসক্ত। বছর খানেক আগে তার বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে স্ত্রী পিত্রালয়ে চলে যায়।এরপর নিজ বাড়িতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা সালিশ বৈঠক করছেন বলেও জানা গেছে।
শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটির উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। সে শিশুটির নিকটতম প্রতিবেশী। আমরা তার বাবা মা বা অন্যদের সাথে কথা বলে জানতে পারি সে শিশুটিকে ধর্ষণ করেছে এবং খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসছে এজন্য আমরা থানায় ভিড় করছি আমরা এর উপযুক্ত বিচার চাই যাতে সমাজে এমন কেউ কিছু করার সাহস না পান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে তা বলা যাবে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত