নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৯:৩৯ |  আপডেট  : ১৫ মার্চ ২০২৫, ০০:৪৭

বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের আয়োজনে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম  ইউনিয়নের নিনগ্রাম মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচারক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্যের সঞ্চালনায় এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপসহকরী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা ও আব্দুস সালামসহ কৃষকরা।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত