কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৯:৪৪ | আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০০:০৬

কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার সন্ধায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার বেইলী ব্রীজের নিকটে ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুর হাট গ্রামের আমজাদ হোসেনের পুত্র হাবিল [২৪) কাবিল [২৪) একই এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র মোস্তফা কামাল [১৯) ও ময়েজ উদ্দিনের পুত্র মেহের চিশতি [২৮) কে গাঁজা সহ আটক করা হয়। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে র্যাব-১৩ গাঁজা সহ আসামিদের রাতেই থানায় সোপর্দ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত