আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ জুন ২০২২, ২০:০৮ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫

বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত ওই মেলার সমাপনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, নশরতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ, মুক্তিযোদ্ধা আবির উদ্দিন প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত