সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকীতে বগুড়ায় ঔষধ সামগ্রী
প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২০:৩৬ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় করোনা হেল্প সেন্টারে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সুত্রাপুরস্থ বাসভবনে শাজাহানপুর ও গাবতলীর উপজেলার করোনা হেল্প সেন্টারের পরিচালক বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের কাছে করোনা রোগীদের জন্য চিকিৎসা ও ঔষধ সামগ্রী তুলে দেন বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও গাবতলী শাজাহানপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এম আর ইসলাম স্বাধীন। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি নেতা আশরাফুজ্জামান প্রবাল, জেলা ছাত্রনেতা মামুন ও সৌরভ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত