শিবগঞ্জে "এসো দেশের কথা বলি" সংগঠনের সংবাদ সম্মেলন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
বগুড়ার শিবগঞ্জে কনসার্ট উপলক্ষে এসো দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এসো দেশের কথা বলি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক খালিদ হাসান আরমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাধারন জনগনকে উদ্বুদ্ধ করা ও দেশীয় সাংস্কৃতির মান উন্নয়নে আগামী বছরের ৪ জানুয়ারী শনিবার "এসো দেশের কথা বলি" সংগঠনের পক্ষ থেকে শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টা হতে রাত্রী ১০টা পর্যন্ত কনসার্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কনসার্টটি দেখতে ও শুনতে শিবগঞ্জ উপজেলার সরকারী কমকর্তাগন, স্কুল-কলেজের প্রধান, বিভিন্ন ব্যবসায়ী, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাধারন জনগনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কনসার্টটি "এসো দেশের কথা বলি" সংগঠনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। কনসার্টটি ঘিরে কেউ কোথাও কোন প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না। কেউ কোথাও কোন আর্থিক লেনদেন করার চেষ্টা করলে "এসো দেশের কথা বলি" সংগঠনটি তার দায়ভার নেবে না। তারপরেও কেউ যদি আর্থিক লেনদেন করার চেষ্টা করে, তাহলে "এসো দেশের কথা বলি" সংগঠনটি যে কোন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এই কনসার্টটি উপভোগ করতে কোন টিকেট বা টাকা লাগবেনা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এবিএম মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, সামিউল আলম আক্কাস, আবু শাহীন, বিপুল রহমান, মাহদি হাসান তমাল, জুয়েল হোসেন বাপ্পী, জনি মন্ডল প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত