পঞ্চগড়ে তিন পুলিশ কর্মকর্তাকে সন্মাননা স্মারক প্রদান
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
পঞ্চগড়ে জেলার পুলিশ বিভাগে শ্রেষ্ট কর্মকর্তা হিসেবে তিন কর্মকর্তা পেলেন সন্মননা। রবিবার পঞ্চগড় পুলিশ লাইন্সে মাসিক কল্যালন ও অপরাধ এবং সার্বিক আইনশৃঙ্খলা সভায় তিন পুলিশ কর্মকর্তার সন্মননা অর্জন করেন।
জানা যায়, নভেম্বর ২০২৪ জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় নভেম্বর ২০২৪ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা সার্বিক মুল্যায়নে জেলায় এতে দেবীগঞ্জ থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা
শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । পরপর দুই মাসের এই অর্জনের জন্য শুকরিয়া আদায় করা হয়।পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ এসআই দেবীগঞ্জ থানার (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম ও শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) মোঃ এরশাদুল হক, দেবীগঞ্জ থানা ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, সিনিঃ সহকারী পুলিশ সুপার, দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা সহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত