রংপুরের কাউনিয়ায় ২০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ১
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
র্যাব ১৩ এর অভিযানে রংপুরে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করে। বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন নিজপাড়া রাজেন্দ্র বাজারস্থ হোটেল রেজওয়ানের সামনে রংপুর-কুড়িগ্রাম রোডে অভিযান পরিচালনা করে আসামির ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে ২০০ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী সাইফুল্লাহ মাহমুদ রুমান (৩০) কে গ্রেফতার করে। রুমান কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গামারী বেলদহ মুসল্লীপাড়া গ্রামের শফিকুল মুসল্লীর ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত