পঞ্চগড়ে সারজিস আলম
সাংবাদিকতা রাজনীতির উর্ধে রাখতে হবে, দলীয় পরিচয়েএ পেশায় থাকা উচিত নয়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭ | আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:২৬
সাংবাদিকতা রাজনীতির উর্ধে রাখতে হবে, দলীয় পরিচয়েএ পেশায় থাকা উচিত নয়। দলীয় রাজনীতি করেন সেখানে পক্ষপাতিত্ব ব্যাপার চলে আসে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির আয়োজিত পরিচিতি সভায় একথা বলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ডিসেম্বর) শহরের উপকণ্ঠে ইকো পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সারজিস আলম বলেন, পঞ্চগড়ে দেশের যে কোন এলাকায় সাংবাদিক পেশায় বিন্দুমাত্র কোন বাঁধার সম্মূখিন হন আমরা আপনাদের সর্বোচ্চ টুকু দাঁড়িয়ে পাশে ফাইট দিবো।
তিনি বলেন, সাংবাদিক পেশার জায়গাটাকে এবং আপনাদের দলীয় রাজনীতিটাকে স্পষ্ট ভাবে আলাদা করতে পারেন। যখন সেক্ষেত্রে পারবেন না ,তখন যে কোন একটি ছেড়ে দেওয়া উচিত। সারজিস আলম বলেন, বিপরীতক্রমে কেউ যদি নিজেরে পেশাদারিত্বকে কোন স্বার্থকে বিলীন করে দিতে চান আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম , বিএনপির পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী মো. ফরহাদ হোসেন আজাদ , সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. তোহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত