মুন্সীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   

  মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২১

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের পুরাতন কাচারিস্থ মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনজীবন ফাউন্ডেশনের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষক, সাংবাদিক, আইনজীবী কেএম সাইফুল্লাহ ভূইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি শিক্ষক, সংগঠক মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আওয়াল, মাওলাদ হোসেন মোল্লা, অসিত কুমার প্রমূখ। সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান বলেন- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।

 জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত