নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফী বানুর ইন্তেকাল 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২০

বগুড়ার নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারী শিক্ষার অগ্রদুত ও রত্নাগর্ভা বেগম আশরাফী বানু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজিউন)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। 

দীর্ঘ কর্মজীবনে তিনি একজন আদর্শ, নিবেদিতপ্রাণ ও মানবিক শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে অমর হয়ে আছেন। সততা, বিনয় ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মী এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বাদ জোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে জানাজা নামাজ শেষে কলেজপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। 

১৯৪৮ সালে নওগাঁ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম আশরাফী বানু। তিনি ১৯৭৪ সালে নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ২০০৮ সালে অবসর গ্রহণ করেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধরাণ সম্পাদক নূরনবীসহ শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত