শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাদ আছর শহরের নারুলী মধ্যপাড়া জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ বিএনপির স্থায়ী কমিটি ও শ্রমিক দলের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, নির্মাণ শ্রমিক দলের আহবায়ক বেলাল মন্ডল, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক আল আমিন খন্দকার, বগুড়া শহর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, ২০নং ওয়ার্ড শ্রমিক দল নেতা হযরত আলী, চাঁন মিয়া, আশিক, সুরুজ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ আগে সকালে সংগঠনের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত