মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৫, ঘাতক বাসের হেলপার এবং সুপারভাইজার আটক 

  নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর, (মুন্সীগঞ্জ)

প্রকাশ: ৯ মে ২০২৫, ১৯:০৩ |  আপডেট  : ১০ মে ২০২৫, ০৩:০৬

গর্ভবতী অসুস্থ নারীকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন মাদারীপুরের দুধখালী এলাকার একটি পরিবারের ৪ সদস্য । ৮ মে বৃহস্পতিবার এম্বুলেন্স যোগে ঢাকা যওয়ার পথে দুপুর দেড়টার দিকে সিরাজদিখানের গ্রীন মর্ডান সিটির সামনে  মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  চালকসহ ৫ জনের মৃত্যু হয় ।  এ ঘটনায় ঘাতক বাসের হেল্পার সাইফুল ইসলাম শান্ত (২৬) ও সুপারভাইজার কল্যাণ বিশ্বাসকে (২৩) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ থেকে আটক করেছে হাইওয়ে পুলিশ।  হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আটককৃতদের পদ্মা সেতু উত্তর থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 নিহত ৫ জন হলেন- হাফেজ আব্দুস সামাদ ফকির (৬০), তার স্ত্রী শাহেদা বেগম (৫০), তাদের ছেলে হাফেজ বিল্লাল (৪০), সামাদ ফকিরের মেয়ে হাফেজা আফসানা (২০) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০)।  আহতরা হলেন-শারমিন আক্তার (২৭), তার মেয়ে তাসকিয়া (৩) ও তার ভাগ্নি মারিয়াম (৭)।  বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রোগী নিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় চাকা বিকল হয়ে যায়। এরপর মহাসড়কের পাশে চাকা মেরামত করা হচ্ছিলো সেটির। এসময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। বাসচাপায় অ্যাম্বুলেন্সের এক  আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় আরও চারজনের। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত