চীন সরকারে প্রস্তাবিত মেডিকেলে কলেজ হাসপাতাল পঞ্চগড়ে কারর দাবীতে

প্রধান উপদেষ্টার বরাবরে সাবেক স্পীকার জমির উদ্দীনের আবেদন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৯ মে ২০২৫, ১৯:১২ |  আপডেট  : ১০ মে ২০২৫, ০৩:২৩

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শযার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবী জানিয়েছেন উত্তরবঙ্গের কৃত্বি সন্তান জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার।

সম্প্রতি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে দেশের উত্তরবঙ্গে  এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন চীন সরকার। তারপর থেকেইসেটি  পঞ্চগড়ে স্থাপনের দাবী নানা কমসূচি দিয়ে আসছেন জেলাবাসী। ওই দাবীর প্রতি সমর্থন জানিয়ে এবার প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার। বৃহষ্পতিবার তার ওই আবেদনটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলার মানুষ উল্লাসিত হয়ে ওঠে। জনতার দাবীতে রুপ নেয় ওই যোগাযোগ মাধ্যম। কমেন্স লাইকে ভরে ওঠে।৯৩ বছর বয়সের বরেণ্য ব্যক্তিত্ব ব্যরিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার বিগত বিএনপির সময় জাতীয় সংসদের স্পিকার ,শিক্ষামন্ত্রী ছিলেন ও কিছুদিন অস্থায়ী (ভারপ্রাপ্ত) রাষ্ট্রপতি ছিলেন । তিনি তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুর নয়াবাড়ী গ্রামে জন্ম গ্রহন করেন। বাবার নাম মৌলভি মোহাম্মদ আজিজ বক্স।মান্যবর এই বরেণ্য মানুষটি গত ২৯ এপ্রিল  চীন সরকারের উপহারের হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবী জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদনটি করেন। তার এই আবেদনটির অনুলিপি সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।সেখানে তিনি লিখেছেন, ‘জনাব, আসসালামু আলাইকুম, বিনীত নিবেদন এই যে, রংপুর ও সৈয়দপুর বিমান বন্দরের আশপাশে চীন সরকার কর্তৃক অর্থায়নে একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে মর্মে আপনার দপ্তর থেকে একটি পত্র প্রেরণ করেছেন। সে আলোকে উক্ত চীন সরকারের অর্থায়নে নির্মিত হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। রংপুরে একটি উন্নত মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, দিনাজপুরেও একটি ভালো মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, নীলফামারীতেও একটি সরকারি মেডিকেল কলেজ আছে। পঞ্চগড় এবং ঠাকুরগাঁও-এ এখন পর্যন্ত কোনো মানেরই সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ নেই। প্রান্তিক জেলা পঞ্চগড় রংপুর এবং দিনাজপুর হতে সবচেয়ে দূরের জেলা। এই জেলায় উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় এখানকার সহজ সরল মানুষগুলো সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। চীন সরকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ১০০০ শয্যা বিশিষ্ট ১টি হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা হলে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার মানুষ যেমন উপকৃত হবে তেমনিভাবে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল থেকেও প্রচুর মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য বাংলাদেশে আসবেন। ফলে প্রান্তিক জেলা দুটির মানুষের দীর্ঘদিনের কষ্ট যেমন লাঘব হবে তেমনিভাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের এটি কাঙ্খিত সুযোগ তৈরি হবে।জমির উদ্দিন সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি একাধিকবার পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এছাড়া তিনি দিনাজপুর-১, ঢাকা-৯ এবং বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক কর্মকান্ড এ অঞ্চলে উন্নয়নে ব্যাপক সাড়া ও পড়ে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত