শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড  

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৬, ০২:২২

ফরিদপুরের ভাঙ্গার হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম। রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।জানা যায়,  বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে  গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।

এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে কখনো  হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান এসিল্যান্ড। কম্বল পেয়ে আনোয়ারুল  বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার(এসিল্যান্ড) নিজে এসে কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব উপজেলাতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত