লৌহজংয়ে পরিবেশ উপদেষ্টা

"বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিখতে হবে"

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৬, ১৩:১১

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিখতে হবে। সামাজিক দায়বদ্ধতা শিখতে হবে। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই শুধু ভালো হয় না, শিশুরা যেন ভালো মানুষ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারা যেন দায়িত্বশীল নাগরিক হয়। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে।
     
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই শুধু ভালো হয় না, শিশুরা যেন ভালো মানুষ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারা যেন দায়িত্বশীল নাগরিক হয়। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে।
     
গতকাল সকালে বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফরিদুর রহমান খান, বিডি অ্যাডুকেশনের চেয়ারম্যান ড. সুমন আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য সায়েরা খান, জুবায়দা ফাইজা, রাফিয়া খান ও আসিফুর রহমান খান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত