লাঙ্গলের ঘাঁটি কাউনিয়ায় জাপা নেতাকর্মীদের নতুন উদ্দীপনা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১৯:০৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৬, ০২:২৩
রংপুরের কাউনিয়ায় হারানো রাজনৈতিক অবস্থান ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে জাতীয় পার্টি (জাপা) এরশাদ এর নেতা কর্মীরা। নানা জল্পনা-কল্পনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
একসময়ের ‘লাঙ্গলের ঘাঁটি’ হিসেবে পরিচিত রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনটিতে হারানো ঐতিয্য রাজনৈতিক অবস্থান ফিরিয়ে এনে জাতীয় পার্টি (জাপা) এরশাদ এর জয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হচ্ছে নেতাকর্মীরা। এরই মধ্যে রংপুর-৩ (সদর) আসনে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) মনোনয়ন পত্র জমাদান করায় নির্বাচনে অংশ গ্রহন চূড়ান্ত হয়। দলীয় সূত্রে জানা গেছে, রংপুর জেলায় সৎ যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আবু নাসের মোঃ শাহ মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর কাউনিয়া পীরগাছায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সক্রিয় হয়ে উঠেছেন জাপা নেতাকর্মীরা। হরিশ^র গ্রামের জাপা কর্মী আকবর আলী জানান, এবার মানুষ স্বাদীন ভাবে ভোট দিতে পারলে লাঙ্গলের বিজয় নিশ্চিত। জাপা উপজেলা কমিটির সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাষ্টার জানান, কাউনিয়ার মানুষ সাবেক রাষ্ট্রপতি এরশাদ এর লাঙ্গল প্রতীকে ভোট দিতে মূখিয়ে আছে। হারান আসনটি এবার ফিরে আসবে। জাপা প্রার্থী নিজে দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শাহ মাহবুবুর রহমান বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি আবারও রংপুরে হারানো আসন গুলো বিশেষ করে রংপুর-৪ ফিরে পাবে। তিনি বলেন মানুষ সৎ নেতৃত্ব চায়। আমি বিশ্বাস করি সৎ ও পরিচ্ছন্ন নেতৃত্বের জন্যই কাউনিয়া-পীরগাছার জনগণ আমাকে বেছে নেবে। আমরা চাই সরকার যেন আমাদের প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। আমি মানুষের ভালোবাসা নিয়ে হারানো আসনটি এবার পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত