মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এর মেগা ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

  জেসমিন মনসুর, 

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৬, ১৩:১১

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও অত‍্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং  আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক ক্রিড়ামোদি দশকদের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে গত ১ লা জানুয়ারি বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১ টায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন তথা সিপিএ ইউ সিক্স কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ০৮ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়ে গেলো। জাতীয় সঙ্গীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

সিপিএ ইউ সিক্স এর সভাপতি মোহাম্মদ  সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ এর সঞ্চালনায়  অনুষ্ঠিত উদ্বোধনী  অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান। টুর্নামেন্ট এর উদ্ভোধন করেন  ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সৈয়দ রুমেন আলী। 

অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে অনলাইনে বক্তব্য রাখেন  সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি পি এ ইউ সিক্স এর উপদেষ্টা মুহিতুর রহমান হেলাল, ছালিকুল আলম টুকু,শাহ গিয়াস আহমেদ,মুজিবুর রহমান, পারভেজ আহমেদ,সাহাদ আহমেদ,সারজুল ইসলাম,শামীম আহমেদ,জুয়েল আহমেদ,এমরান আহমেদ,দেলওয়ার হোসেনও  জিল্লুল হক জিলা। এ ছাড়া ও সি পি এ ইউ সিক্স এর নির্বাহী পরিষদের সদস্য আলমগীর হোসেন,জাকির আহমেদ রুমান, মোহাম্মদ রাজন মিয়া,ফয়জুল কবির মুরাদ ,জুমন আহমেদ,শামীম আহমেদ,সাইদুল হাসান তানভীর, তোফায়েল আহমেদ,মাজেদ ইমন,জিলু মিয়া সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি ও সদস্য সচিব সৈয়দ আবেদ বক্তব্য রাখেন ।

উদ্ভোধনী খেলায় ২ টি শক্তিশালী দল অংশগ্রহণ করে ইউ এম টাইটান্স ও এস এস সুপার কিংস। ইউ এম টাইটান্স উক্ত ম্যাচে ০৫ উইকেটে জয়লাভ করে ।প্রধান অতিথির বক্তব্যে দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান আজকের  টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সামাজিক ব্যাধি মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা শরীরচর্চা ও বিনোদনের অন্যতম একটি অংশ। যা খেলোয়াড়দের শারিরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে।

উদ্বোধন ঘোষণা করে একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিকতার সাথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। 

 ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও নগ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর   কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য কালে একাটুনা ইউনিয়ন আমাদের অহংকার, সিপিএ ইউ সিক্স আমাদের প্রাণের সংগঠন বলে উল্লেখ করে বলেন টুর্নামেন্টকে সফল করতে  টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম সহ যারা নানাভাবে স্পনসর ও অনুদান দিয়ে এবং যারা অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে 

সহযোগিতার হাত প্রসারিত করে চলছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আগামী বছর যাতে আমাদের নিমিত খেলার মাঠে টুনামেন্ট করা যায় এ ব্যাপারে দেশে বিদেশে ইউনিয়নবাসীর সবার সহযোগিতা কামনা করেছেন।।এই মহতি পোগ্রামে বক্তারা আরও বলেন খেলাধুলা মানুষকে শেখায় নিয়মানুবর্তিতা , পরমতসহিষুতা , সহনশীলতা , সংকল্পের দৃঢ়তা , ধৈৰ্য্য , একাগ্রতা ও উদারতা ।

স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে অভিমত ব্যাক্ত করেছেন।। পরিশেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি ও সদস্য সচিব সৈয়দ আবেদ এবং সিপিএ ইউ সিক্স এর সভাপতি মোহাম্মদ  সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক 

 আতাউর রহমান ফয়েজ  উপস্থিত সবাইকে সাবিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি খেলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত