শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান করলেন রিজু
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ২০:৩৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৯
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মোকামতলা-সোনাতলা রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগত অর্থ ও ঢেউটিন প্রদান করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি ব্যাক্তিগত তহবিল হতে অর্থ এবং উপজেলা পরিষদ থেকে টেউটিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা, মোকামতলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল সরকার, জাপা নেতা রবিউল হাসান মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন সোহেল রানা রঞ্জু, রাকিবুল হাসান, শামিম আহম্মেদ, বাপ্পারাজ, মেহেদী হাসান প্রমূখ। এসময় তারা ক্ষতিগ্রস্ত পুরো এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত