যুক্তরাষ্ট্র গেছেন প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১০:০৬ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:০০
যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল হাসানের অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন। আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত