আদমদীঘিতে ওএমএস-এর চাল বিক্রি উদ্বোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:৩০

বগুড়ার আদমদীঘিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস-এর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১০টায় আদমদীঘি উপজেলা সদরে এই চাল বিতরণ উদ্বোধন করেন আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সদর ইউপি চেয়ারম্যান মাহমুদা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী, উপ-খাদ্য পরিদর্শক রাকিব হাসানসহ নেতৃবর্গ। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী জানান, অত্র উপজেলায় তিনটি ডিলারের মাধ্যমে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ২ মেট্রিক টন করে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যে এই চাল বিক্রি করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত