১৪, ১৮, ২৪শে ভোট হয়ে গেছে কেউ ভোট দিতে পারেনি: সেক্রেটারি জেনারেল

  এসআর শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৫ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:৩৭

১৪,১৮,২৪শে ভোট হয়ে গেছে কেউ ভোট দিতে পারেনি এই বাংলাদেশের মানুষ কোন ভোটাধিকার অর্জন করতে পারেনি।।সকালে ভোট দিতে যাবে রাস্তায় দাড়িয়ে আওয়মীগ,ছাত্রলীগ,যুবলীগ,পুলিশলীগ তারা বাঁধা দিয়ে বলে যেও না ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। যদি জোর করে ভোট কেন্দ্রে  গিয়ে বলে ব্যালট দাও প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার বলে ব্যালট ফুরায় গেছে ভোট দেয়া যাবে না।

সোমবার বিকেলে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অংগনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সমাবেশে প্রদান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

মাদারীপুর জেলা জামায়াতে আমীর মাওলানা মোকলেসুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন ১৫ বছর ধরে রাজনীতিক দলগুলি আন্দোলন করেছি  কেয়ারটেকারের অধিনে নির্বাচন দাও।সাজানো বানানো ডামি নির্বাচন আমরা মানি না। শেখ হাসিনা কুটনীতিবাদী সরকার তা মনবে না। আরে বাবা তুমিতো ৯৬ সালে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছিলা।ক্ষমতায় উনি সে কথা ভুলে গেলেন।কর্মী সমাবেশে মাদারীপুর  জেলার ৫ উপজেলার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত