বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ  

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:৩৮

বাগেরহাটে নতুন রাজনৈতিক বন্ধবস্তুসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময়, জাতীয় নাগরিক কমিটির সদস্য জাহিদ হাসান পলাশ, তামিম শেখ, আলী হোসেন, এডভোকেট সিকদার নিজামুদ্দিন, এডভোকেট আল-আমিন শেখ, মোল্লা মাসুদুল হক, এইচ এম মইনুল ইসলাম, এসএস শোহান, শেখ সোহেল নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে একই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে শহরের দশানীসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্য সচিব আজরুবা আরাবি নওরিন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা ও মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল রুম্মানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান, আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসরদের বিচার করা, ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে, নির্বাচিত গণপরিষদের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্ব ঘোষণা, ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, এবং ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ধারাবাহিকতা তুলে ধরা, নাগরিক পরিচয়কে কেন্দ্রে রেখে বৈষম্যমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার অঙ্গীকার, গন অভ্যুত্থানের লক্ষ্য শুধু সরকার পতন নয়; গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত