মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:০৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩

কোভিড-১৯ দুর্যোগে আশ্রয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ব্যক্তি ও কর্মহীন ১৪০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত