মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাকের পার্টির প্রার্থী সারোয়ার মোহাম্মদ সানির গণসংযোগ
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৪ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ২২:০৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানির ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে ঘুরে তিনি সাধারণ মানুষের খোঁজ-খবর নেন ও তাদের জীবনযাত্রার নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়নে বিভিন প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে সিরাজদিখানকে একটি আধুনিক, শিক্ষিত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করব। প্রতিটি ইউনিয়নে শিক্ষার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, সারোয়ার মোহাম্মদ সানির শান্ত-সৌম্য ব্যবহার ও উন্নয়নমুখী বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁরা মনে করেন, তরুণ এই প্রার্থী মুন্সীগঞ্জ-১ আসনে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।
জাকের পার্টির ইসলামী ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ-১ আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি সিরাজদিখান,নিমতলা,রাজানগর,শেখরনগর,বড়াম এলাকায় গণসংযোগ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, ইনশাআল্লাহ এই পথেই অবিচল থাকব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত