নন্দীগ্রামে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:১৮ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ২২:০৫
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা যুবদলের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি ও দুপুর ২টায় রক্তদান কর্মসূচি পালন করেন। এরপর অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, আলমগীর হোসেন ও সাগরসহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত