মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১২:৫৯ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০
রাজধানীতে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিএনপির কিছু কর্মী এসময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।
ডিএমপির দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সেখানে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত