পিকনিক খাওয়া নিয়ে বিরোধ : সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:১৪
বগুড়ার আদমদীঘিতে পিকনিক খাওয়া নিয়ে বিরোধের জেরধরে বাকবিতন্ডা ও ধাক্কা ধাক্কির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক আজিজার রহমান (৫৬) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে হার্ট এটাকে নাকি প্রতিপক্ষের আঘাতে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত আজিজার রহমান ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। আদমদীঘি থানা পুলিশ রাতেই আজিজার রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার পর কয়াকঞ্চি গ্রামের মেজবাহুল, হিরো, রাঙ্গা, সাদ্দাম, লিটনসহ প্রায় ৩০জন কিশোর ও যুবকরা হাঁস দিয়ে পিকনিক খাবার জন্য গ্রামের রাস্তার পাশে রান্না শুরু করেন। রাত ৯টা দিকে সাবেক ইউপি সদস্য আজিজার রহমানসহ বেশ কয়েকজন ব্যক্তি ওই পিকনিক স্পটে গিয়ে কেন পিকনিক ব্যবস্থা করা হয়েছে, এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে চুলায় থাকা রান্নার ডেকসহ খাবার মাটিতে ফেলে দেন। এ নিয়ে আবারো বাকবিতন্ডা ও হাতাহাতি ঘটনা ঘটে। এসময় আজিজার রহমান অসুস্থ্য হলে স্থানীয়রা তাকে নিয়ে স্থানীয় চিকিৎসকের নিকট গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাতেই আদমদীঘি থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন ও আজিজার রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নেন। মৃত আজিজার রহমানের ছেলে নাইম হোসেন জানায়, তার বাবা প্রতিপক্ষের আঘাতে মারা গেছে। গ্রামের মাতব্বর রানা ইসলাম জানায়, দেশের এসময় পিকনিক ব্যবস্থা করা সমুচিত নয়, এমন কথায় প্রতিপক্ষরা আজিজার রহমানকে আঘাত ও স্থানীয় বিএনপি অফিসে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটায়। পিকনিকে অংশ নেয়া মেজবাহুল জানায়, তারা প্রতিপক্ষরা নিজেরাই পিকনিকের ব্যবস্থা করে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তাদের উপড় দোষ চাপাচ্ছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এই অপ্রীতিকর ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করে মরহেদ মর্গে প্রেরন করা হয়েছে। তবে আজিজার রহমান হার্ট এটাকে নাকি আঘাতে মারা গেছে। তা ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে জানা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত