কাউনিয়ায় না জানিয়ে ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগ পাঁচটি মুরগির মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

কাউনিয়া উপজেলার পূর্বচাঁনঘাট গ্রামে বর্গাচাষীর খেতে দেওয়া কীটনাশক খেয়ে আব্দুস সালামের পাঁচটি মুরগি মারা গেছে। খেতের আশপাশের কাউকে না জানিয়ে ভুট্টা খেতে দানাদার কীটনাশক ছিটিয়ে দেওয়ার কারণে মুরগি দানাদার বিষ খেয়ে মারা যাওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। 

অভিযোগে জানাগেছে উপজেলার চাঁনঘাট গ্রামের বর্গাচাষী বেলাল হোসেন গত শনিবার বিকেলে আশপাশের বাড়ির কাউকে না জানিয়ে ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক প্রয়োগের পর ভুট্টা খেতে আব্দুস সালামের ৪টি ও মোহর আলীর ১টি মোট ৫টি মুরগি নেমে ভুট্টা খেতের দানাদার বিষ খেয়ে মারা যায়। সোমবার সকালে মুরগী গুলো কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসলে ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান মুরগি গুলো মৃত ঘোষণা করেন। মুরগির আনুমানিক মূল্য সাড়ে তিন হাজার টাকা হবে বলে জানান মুরগির মালিক আব্দুস সালাম ও মোহর আলী। পরে তারা থানায় অভিযোগ করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ বলেন এ বিষয়ে একটি অভিযোগ জমা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত