আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঋনের চেক বিতরণ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১
বগুড়ার আদমদীঘিতে সাতজন বীর মুক্তিযোদ্ধা মাঝে ঋনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ তার অফিস কক্ষে এই ঋনের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রানি সম্পদ অফিসার বেনজীর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সাবেক কমান্ডার মহাতাব আলী, রশিদুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আদমদীঘি উপজেলা কার্যালয়ের আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থানের জন্য ঋন সহায়তা তহবিল হতে ২ বছর মেয়াদি ৭জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত