মাদারীপুরে  তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে চলচ্চিত্র প্রদর্শনীয় ও কুইজ প্রতিযোগিতা 

  এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৫৩ |  আপডেট  : ১৪ মে ২০২৫, ২০:১৫

আসুন “তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মান” করি । বুধবার সকাল সাড়ে ১১ টায় মাদারীপুরে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে “তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মান” এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়   মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মুহাম্মদ হাবিবুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা তথ্য অফিসার  দেলোয়ার হোসেন,সহকারী তথ্য অফিসার  মোঃ  বেনজীর আহমেদ,সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ইলিয়াস  হোসেন, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, যেখানেই দুর্নীতি,  সেখানে তাকে প্রতিরোধ করার সৎ সাহসিকতার সাথে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা  শিক্ষার্থী ও তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে এবং দুর্নীতি প্রতিরোধে  দেশের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ।

পরে চলচ্চিত্র প্রদর্শনী এবং আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে  দেওয়া হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত