পঞ্চগড়ে জাল টাকা তৈরি চক্রের তিনজন আটক

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:০৯ |  আপডেট  : ১৪ মে ২০২৫, ২২:০০

পঞ্চগড়ে জাল টাকা তৈরি চক্রের তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ –ডিবি (ডিএমপি)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের উপকন্ঠের ব্যারিস্টার নাম বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত নটার দিকে বিশেষ অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম ও এক ধরনের বিশেষ কাগজ এবং ১ বস্তা জাল নোট সহ তিনজনকে  আটক করে ঢাকা মহানগর গোযেন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলে; পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানি পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া, শাহারুল ইসলামের ছেলে শাহ আলম এবং দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানার বড় জোয়ার সাহারা এলাকার লতিফ সর্দারের ছেলে সোহেল মাহমুদ।

এদিকে ডিবি -ডিএমপি সূত্রে জানা যায়, তারা এই অবৈধ জাল নোট ছাপিয়ে দীর্ঘদিন ধরে রাজধানী সহ নানা জায়গায় তাদের লোক দিয়ে সরবরাহ করে আসছিল। এই জাল নোটের এক লাখ টাকার নোট দিয়ে প্রকৃত ৫ হাজার টাকা নিতো। এমন সূত্র ধরে  সোহেল মাহমুদ ও তার চক্রের প্রতি বিশেষ নজরদারী করে আসছিল।তাদের সন্দেহজনক চলাফেরা নজর রাখার পর এই নকল জাল টাকার তৈরি কারখানা আবিষ্কার করে। তারই সূত্র ধরে গোয়েন্দা বিভাগ  সেই স্থানে শাহ আলমের মালিকানাধিন মুরগীর দোকান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সবুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জালনোট তৈরির সরঞ্জাম, জালনোট তৈরির কাগজ ও এক বস্তা জাল টাকা উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানায় যোগাযোগ করলে ওসি তদন্ত এইচ এম সোরোয়ার্দী বলেন থানা থেকে তারা পুলিশ সদস্য চেয়েছিল আমরা দিয়েছি। আটককৃত ও জাল নোটের তৈরি সরঞ্জামাদি তারা হয়তো নিয়ে গেছে এতোটুকুই জানি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত