আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৪:৪২ | আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জ চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ মে) সুশাসনের জন্য নাগরিক-সুজনের ব্যানারে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত এই রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতি ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। এই ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে যাত্রাপথ সম্প্রসারিত করে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত যাত্রাপথ বর্ধিতের দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন জেলাবাসী। এই সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া মল্লিকা কমিউটার ট্রেনটি অবরোধ করে সুজনের নেতারা, স্থানীয় ব্যক্তি ও রাজনীতিবিদরা বক্তব্য দেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অবরোধ কর্মসূচি শেষ করেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে আজকে শান্তিপূর্ণ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছিলেন তা আমি ডাকযোগের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে দিয়েছি। আজকে সুজনের ব্যানারে মল্লিকা কমিউটার ট্রেন ঘেরাও করেছিল তখনও আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি জানিয়েছি। এছাড়া মল্লিকা কমিউটার ট্রেনটি সাধারণত ১০টা ১৫ মিনিটে ছাড়ে কিন্ত অবরোধের কারণে ৩৫ মিনিট লেটে ১০টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এই রেলপথ অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খানসহ প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত