ভোরের আলো

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১২:১৩ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০১

সুনীল শর্মাচার্য
-------------------


ভোরের আলো ঝিলিক দিলে
ফুল বাগিচায়,
রঙধনু রঙ প্রজাপতি
ধরেছে পাখায়!

কদম ফুলের গন্ধ ভাসে
মৃদু হাওয়ায়,
মন উদাসী দূর আকাশে
পাখনা ভাসায়!

বেতের বনে ডাহুক ডাকে
প্রাণ চমকায়,
কিচিরমিচির পাখি ডাকে
মন ভরে যায়!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত