ভোরের আলো

প্রকাশ : 2022-01-24 12:13:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভোরের আলো

সুনীল শর্মাচার্য
-------------------


ভোরের আলো ঝিলিক দিলে
ফুল বাগিচায়,
রঙধনু রঙ প্রজাপতি
ধরেছে পাখায়!

কদম ফুলের গন্ধ ভাসে
মৃদু হাওয়ায়,
মন উদাসী দূর আকাশে
পাখনা ভাসায়!

বেতের বনে ডাহুক ডাকে
প্রাণ চমকায়,
কিচিরমিচির পাখি ডাকে
মন ভরে যায়!