টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৭
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদ এবং সাদপন্থীদের মসজিদে কার্যক্রম বন্ধসহ বিচারের দাবি জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত