ভারত থেকে ঈদের শুভেচ্ছা জানালেন মুস্তাফিজ
প্রকাশ: ৪ মে ২০২২, ০৯:৫৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ঈদের ছুটি পেয়েছেন এবার। কেউ গেছেন গ্রামে, কেউ রাজধানীতেই করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটছে তাদের। তবে টাইগার পেসার 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান নেই দেশে। আইপিএল খেলতে এখন তিনি ভারতে। তবে এসময় তার স্ত্রী সঙ্গে আছেন।
ভারতে থাকলেও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৩ মে) সকালে স্ত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ ঈদের শুভেচ্ছা জানান। ক্যাপশনে লিখেছেন, 'ঈদ মোবারক সবাইকে'। এছাড়া দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় সবার সঙ্গে শেয়ার করেছেন পরিবারের সঙ্গে ঈদ কাটানোর নানা স্মৃতি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক।'
ভিডিওবার্তায় মুস্তাফিজ বলেছেন, 'পবিত্র ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চার ভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত