ভারতে আরও ৩২৯৩ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১১:১৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর দৈনিক মৃত্যুর সংখ্যা মঙ্গলবার কিছুটা কমলেও তা আবারও রেকর্ড সংখ্যায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯৩ জন। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর।

বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এতে মোট মৃত্যুর সংখ্যা পার হয়েছে দুই লাখের ঘর। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে।

সূত্র: এনডিটিভি, এএনআই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত