ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার-আলভেজ
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১১:৫২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২
ব্রাজিলের ২০১৯ কোপা আমেরিকা জয়ের পথে সেই যে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন, ব্রাজিলের জার্সিতে এরপর আর গোলের দেখা পাননি গাব্রিয়েল জেসুস। এরপর ১৬টি ম্যাচ খেলেছেন হলুদ জার্সিটা গায়ে। মাঝে একটা কোপা আমেরিকা গেছে, আগেরবারের মতো এটিও ব্রাজিলেরই মাটিতে। এবার ফাইনালে উঠেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। কোপা আমেরিকার বাইরে বিশ্বকাপ বাছাইপর্বেও ১১টি ম্যাচে মাঠে নেমেছেন জেসুস। কিন্তু একটা গোলও ব্রাজিল পায়নি তাঁর কাছ থেকে।
মার্চে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ। সে ম্যাচ দুটির জন্য আজ যখন দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে, জেসুস যে বাদ পড়বেন, সে সম্ভবত অনুমিতই ছিল। ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী স্ট্রাইকারের কাতার বিশ্বকাপে জায়গাও কি অনিশ্চিত হয়ে গেল? হয়তো! জেসুস বাদ পড়লেও এর বাইরে ব্রাজিল দলে নিয়মিত মুখের সবাই-ই আছেন।
এরই মধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা ব্রাজিল ২৫ মার্চ খেলবে চিলির বিপক্ষে, পাঁচ দিন পর বলিভিয়ার বিপক্ষে। চিলির বিপক্ষে ম্যাচটি নিজেদের মাটিতে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। বলিভিয়ার মাটিতে ৩০ মার্চের ম্যাচটিও বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটেই শুরু হবে।
এ দুই ম্যাচে অবশ্য ব্রাজিলের লিগে খেলা ফুটবলারদের কয়েকজনকে তিতে ডাকবেন বলে গত কদিনে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। ফ্লামেঙ্গোর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড গাব্রিয়েল ‘গাবিগোল’ বারবোসার ডাক পাওয়ার গুঞ্জন তো ছিলই, রেড বুল ব্রাগান্তিনোর ২৬ বছর বয়সী সেন্টারব্যাক লিও অর্তিজ, ফ্লুমিনেন্সের ২৪ বছর বয়সী সেন্টারব্যাক নিনো, পালমেইরাসের ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো বারবোসা, আতলেতিকো পারানেন্সের ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ভেইগা, ফ্লামেঙ্গোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার পেদ্রো সান্তোসের কথাও শোনা গেছে।
কিন্তু মার্চে জাতীয় দলের ম্যাচের সময় ব্রাজিলের রাজ্য টুর্নামেন্টগুলোর নকআউট পর্ব চলবে, সে কারণেই সম্ভবত এই খেলোয়াড়দের কাউকে ডাকেননি তিতে। ব্রাজিলিয়ান লিগে খেলা মাত্র দুজন ফুটবলার এবারের দলে ডাক পেয়েছেন—আতলেতিকো মিনেইরোর ২৪ বছর বয়সী লেফটব্যাক গিয়ের্মে আরানা ও পালমেইরাসের ৩৪ বছর বয়সী গোলকিপার ওয়েভারতন।
মার্চের এই দুই ম্যাচের পর কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল আর ৫-৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে। নেইমারদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাজিলিয়ান লিগে খেলা ফুটবলারদের বাজিয়ে দেখার জন্য যে মার্চের দুই ম্যাচ কাজে লাগাচ্ছেন না তিতে, সেটি নিয়ে প্রশ্ন উঠছে ব্রাজিলে।
ব্রাজিলিয়ান লিগের বাইরে ইউরোপে খেলা তারকাদের মধ্যে নিয়মিত মুখের সবাই-ই আছেন। এর মধ্যে আর্সেনালে আলো ছড়াতে থাকা তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি আর জুভেন্টাসের মিডফিল্ডার আর্থুরের ডাক পাওয়া হয়তো ব্রাজিল দলকে ঘিরে তিতের নতুন ভাবনার ইঙ্গিত দেবে।
গোলকিপার হিসেবে লিভারপুলের আলিসন ও ম্যানচেস্টার সিটির এদেরসনের পাশে ওয়েভারতন থাকছেন। রক্ষণে ডাক পেয়েছেন পিএসজির মারকিনিওস, রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও, বার্সেলোনার দানি আলভেজ, চেলসির থিয়াগো সিলভা, আর্সেনালের গাব্রিয়েল মাগালেস, জুভেন্টাসের দানিলো, ম্যানচেস্টার ইউনাইটেডের আলেক্স তেলেস।
মাঝমাঠে ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা ব্রাজিল সমর্থকদের নতুন আশা দেখাবে। বার্সেলোনা থেকে জানুয়ারিতে অ্যাস্টন ভিলায় ধারে যাওয়ার পর থেকে আলো ছড়াতে থাকা ফিলিপে কুতিনিও তো আছেনই, জানুয়ারিতেই লিওঁ থেকে সৌদি মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেডে যাওয়া ব্রুনো গিমারেসকেও ডেকেছেন তিতে। গতকালই সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে চোখধাঁধানো ব্যাক ফ্লিকে গোল করেছেন গিমারেস। জুভেন্টাসের আর্থুরের ফেরা ব্রাজিল দলের মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর স্বপ্ন দেখাবে। এর বাইরে নিয়মিত মুখ—রিয়ালের কাসেমিরো, লিভারপুলের ফাবিনিও, লিওঁর লুকাস পাকেতা, ম্যান ইউনাইটেডের ফ্রেড তো থাকছেনই।
আক্রমণে চমক শুধু মার্তিনেল্লিই। এর বাইরে পিএসজির নেইমার, রিয়ালের ভিনিসিয়ুস ও রদ্রিগো, আয়াক্সের আন্তনি, লিডস ইউনাইটেডের রাফিনিয়া ও এভারটনের রিচার্লিসন থাকছেন।
ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকিনিওস, মিলিতাও, মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স তেলেস, আরানা
মিডফিল্ডার: গিমারেস, কুতিনিও, পাকেতা, আর্থুর, কাসেমিরো, ফ্রেড, ফাবিনিও
ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনি, মার্তিনেল্লি, আন্তনি, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত