বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:২৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:০২
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (১০ ই জানুয়ারি) বিকাল ৩ টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে সুপার মার্কেট চত্বরে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত